ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রফিকুল, তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার পিতা আলাউদ্দিন মিস্ত্রি। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ এবং ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর খরচ মেটাতেন তিনি। একরাতে ছিনতাইকারীর কবলে পড়ে হারিয়ে ফেলেন রিকশাটি। ফলে আয়ের একমাত্র অবলম্বনের বস্তুটি হারিয়ে বিপাকে পড়ে যায় তার পরিবার।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নজরে আসে কিছু তরুণের। যারা উই আর বাংলাদেশ (ওয়াব) নামক একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করে। বিষয়টি নিয়ে গ্রুপে আলোচনা হলে, সেখানে সদস্যরা অর্থ সহায়তা দেন। যার ফলে সহজেই একটি রিকশা কেনা সম্ভব হয়, এবং রিকশাটি আলাউদ্দিন মিস্ত্রির হাতে তুলে দেওয়া হয়।
রবিবার বিকেলে কাফরুল থানা চত্বরে আলাউদ্দিন মিস্ত্রির হাতে রিকশার চাবি তুলে দেন বাংলাদেশ পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম। এসময় তরুণদের মধ্যে আলামিন ভুঁইয়া, খালিদ সাইফুল্লাহ্, কাওসার আহমেদ ও জান্নাত সাথী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক