দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চল এবং নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ-মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশ-মানববন্ধনে বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদের সভাপতি বেগম ফয়জুন্নাহার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, দিনারা বেগম, গার্লস গাইডসের জেসমিন নাহার ও হাসিনা আরা বেগম।
মানববন্ধন থেকে বক্তারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর