২৪ অক্টোবর, ২০২০ ১৩:৩৭

গাজীপুরে বাস চাপায় বিদ্যুৎ উৎপাদন কর্মী নিহত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বাস চাপায় বিদ্যুৎ উৎপাদন কর্মী নিহত

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে গাজীপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম সত্যরঞ্জন দেবনাথ (৪০)। তিনি নরসিংদী জেলার পলাশ থানার পন্ডিত পাড়া গ্রামের সুভাষ দেবনাথের ছেলে। সত্যরঞ্জন দেবনাথ গাজীপুর সিটি করপোরেশনের আরপিসিএল’র কড্ডা পাওয়ার প্ল্যান্টে হেলপার পদে চাকুরি করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই কামরুল ইসলাম ও স্থানীয়রা জানান, পূজার ছুটিতে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাওয়ার জন্য শনিবার সকালে স্ত্রী শান্তি রাণীকে নিয়ে রওনা হন। সকাল ৭টার দিকে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা ট্রাক স্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় তার স্ত্রী মোটরসাইকেলের পেছনে উঠে বসার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা চান্দনা চৌরাস্তাগামী একটি বাস সত্যরঞ্জনকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে সত্যরঞ্জন ঘটনাস্থলেই নিহত হন। তবে এঘটনায় তার স্ত্রী অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর