২৫ অক্টোবর, ২০২০ ১৪:৫৫

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষার রেজাল্ট সহ চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে রেজাল্ট প্রকাশের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বরিশালের বিভিন্ন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যানারে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএম কলেজের বিভিন্ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী পার্থ সরকার, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, প্রদীপ সরকার ও মো. মিলন। 

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০১৫-১৬ শিক্ষা বর্ষের ৫টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও ৪টি পরীক্ষা বাকী রয়েছে। করোনার কারণে যথাসময়ে পরীক্ষা হয়নি। এ কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছেন না। 

শিক্ষার্থীরা অনার্স (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষার রেজাল্ট সহ চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে রেজাল্ট প্রকাশের দাবি জানান। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর