ঢাকার ধামরাইয়ের ইটের ভাটায় রবিবার গভীর রাতে একদল ডাকাতের হামলায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন। এসময় ডাকাতরা তাদের পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়।
আহত শ্রমিকরা জানান, মুখোশধারী ডাকাতদল রাত প্রায় ২টার দিকে আমাদের থাকার ঘরে হামলা চালায় এবং লুট করে নেয় টাকা-পয়সা।
ইটভাটার মালিক শামীম হোসেন জানান, ডাকাতরা আমার ভাটার শ্রমিকদের ব্যাপক মারধর করেছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।
বিডি প্রতিদিন/আরাফাত