নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহযোগিতা করছে না। এত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো। নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতন আন্দোলন শুরু হবে।
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কতটা আশাবাদী জানতে চাইলে এস এম জাহাঙ্গীর বলেন, বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করেনি। তারা সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে ভোট ছিনতাই করে নির্বাচন করেছে। এবার ইভিএমে নিবার্চন। তারপরও কারচুপি করার চেষ্টায় লিপ্ত আছে। আমরা চেষ্টা করবো, এটাকে প্রতিহত করার জন্য।
বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের দিন মাঠে থাকে না এ অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, এ অভিযোগ সত্য নয়। বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকতে চায়। ক্ষমতসীনদের হামলা এবং প্রশাসনের চাপে তারা মাঠে টিকে থাকতে পারে না। কিন্তু এবার শত বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে, ভোটার যাবে।
বিডি প্রতিদিন/হিমেল