চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ে মুসলিম উইঘুরদের সমর্থনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। উইঘুর মুসলিম অধিকার পরিষদের ব্যানারে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। ইসলামিক রিপাবলিক অব ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে চীনের উইঘুর মুসলিমদের ওপর ধর্মীয় বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, উইঘুর মুসলিমদেরকে হত্যা, তাদের ওপর নিপীড়ন, নির্যাতন বন্ধ করতে হবে।
মানববন্ধনে ইসলামি স্কলার ও উলেমারা অংশ নেন। বক্তারা উইঘুরদের রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা