গাজীপুরের টঙ্গী শিল্প নগরী বিসিকে বর্জ্য অব্যবস্থাপনার কারণে সড়কে সড়কে ময়লার ভাগাড়। ফলে কারখানার মালিক-শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
বিসিকের পাশে ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের ময়লা ও বিভিন্ন কারখানার বর্জ্য কারখানার সামনে কিংবা সড়কে ফেলায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অপরদিকে চলাচলের অনপুযোগী হয়ে পড়ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিসিকের সড়কে ময়লার ভাগাড়। ময়লার গন্ধ আর পচা পানিতে বিসিকে চলাচল করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এলাকায় ডাক বিভাগের পোস্টাল প্রিন্টিং কারখানার উত্তরপাশে খান প্রিন্টিং ও কামাল অ্যান্ড কো. এর সামনে সড়কে ময়লার স্তুপ।
এছাড়া বিসিক কারখানার মালিকরা তাদের কারখানার সামনে সড়কের উপর ছোট ছোট ডাম্পিং বানিয়ে দিনের পর দিন ময়লা ফেলে পরিবেশ দূষণ করছে।
এ বিষয়ে ডাক বিভাগের পোস্টাল প্রিন্টিং কারখানার কর্মচারী শহিদ বলেন, কারখানার সামনে ময়লা আবর্জনা ফেলার কারণে যেমন উৎকট গন্ধ, তেমনি চলাচল বন্ধ। একটি সরকারি অফিস অথচ এর সামনে ময়লা ফেলছে। কে দেখবে? দেখার লোক নাই।
বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন বলেন, কারখানার সামনে যেসব ময়লা রাখা হয়, তা বিসিক মালিক সমিতির লোক দিয়েই অপসারণ করা হয়। বিসিকে যারা ব্যবসা করে তারা বিসিক কর্তৃপক্ষকে লাখ লাখ টাকা সার্ভিস চার্জ এবং সিটি কর্পোরেশনকে লাখ লাখ টাকা কর দেয়। অথচ তাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা পাচ্ছে না।
এব্যাপারে টঙ্গী বিসিক কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ময়লা সরিয়ে নেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েছি। এছাড়া কারখানার সামনে ময়লা ফেলে পরিবেশ দূষণের ব্যাপারেও মালিকদের সর্তক করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই