গাজীপুরের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল যেন ময়লার ভাগাড়। যেখানে সেখানে ময়লা থাকায় হাসপাতালে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। হাসপাতালে ৫৬জন আউট সোর্সিং কর্মচারী ঠিকমতো কাজ না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সেবা নিতে আসা রোগী ও স্বজনদের।
সরেজমিন ঘুরে দেখা য়ায়, টঙ্গী স্টেশনরোড এলাকায় অবস্থিত আহসান উল্লাহ মাস্টার জেনারেল সরকারি হাসপাতাল স্বল্প আয়ের মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন। অথচ এখানে নেই পর্যাপ্ত চিকিৎক, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। এমনকি বন্ধ রয়েছে এক্স-রেসহ সব ধরনের পরীক্ষা। সিঁড়িতে ময়লার ভাগাড়, অপরিচ্ছন্ন বাথরুম, রোগীদের মাঝে নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা সমস্যা রয়েছে এখানে।
এ বিষয়ে হাসপাতালের এক নারী কর্মচারী বলেন, এত লোক আউট সোর্সিংএ অথচ অনেকেই কাজ করছে না। ফলে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লার ভাগাড়। হাসপাতালের একজন চিকিৎসক ডা. মাসুদ বলেন, নতুন ভবনের পূর্বপাশের সিঁড়িতে ময়লা আর ময়লা। আউট সোর্সিং কর্মচারীরা ঠিকমত কাজ করলে হাসপাতাল ঝকঝকা থাকবে।
এ ব্যাপারে হাসাপাতল পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের প্রয়োজন মেটাতে ডিজি বরাবর চাহিদাপত্র দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা অপসারণের কাজ চলছে।
বিডি প্রতিদিন/হিমেল