মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৯৯ গ্রাম হেরোইন ও ৩ কেজি ৩৪০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২৫টি মামলা করা হয়েছে।
রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র ডিবি ওয়ারী জোনাল টিম। গ্রেফতাররা হলেন মো. ফারুক হোসেন (৪০), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. রাসেল মিয়া (৩০) ও মোছা. রেহেনা বেগম (৩৭)।
বিডি-প্রতিদিন/শফিক