পুরুষ নির্যাতন দমন আইন বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেন'স রাইটস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের বরিশাল বিভাগীয় শাখার ব্যানারে আজ সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাদা পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব সৈয়দ নিলয়, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও আল-আমিন এবং শাকিল মৃধাসহ অন্যান্যরা।
বক্তারা পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়ন, লিঙ্গ নিরপেক্ষ আইন বাস্তবায়ন, পরকীয়া প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, পুরুষের বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নারী নির্যাতন মামলা বন্ধ এবং সম্পর্কের অবনতি হলে পুরুষের বিরুদ্ধে নারীদের ধর্ষণ মামলার প্রতিবাদসহ ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার