২ ডিসেম্বর, ২০২০ ১৬:০৩

রাজশাহীতে প্রতিবন্ধীদের সচেতনা বৃদ্ধির জন্য পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে প্রতিবন্ধীদের সচেতনা বৃদ্ধির জন্য পরামর্শ সভা

রাজশাহীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রতিবন্ধীদের সচেতনা বৃদ্ধির জন্য অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

পরামর্শ সভায় আলোচকরা প্রতিবন্ধীদের নানা সমস্যার দিক তুলে ধরেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রতিবন্ধীদের প্রতি করনীয় দিকগুলোও বর্ণনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান। 
সভাপতিত্ব করেন প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মমিনুল হক। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) আব্দুল্লাহ আল রিফাত, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আমিনুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ফিরোজ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ প্রমুখ।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর