১৭ জানুয়ারি, ২০২১ ২০:৪৮

সেই গাড়িচালক মালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

অনলাইন ডেস্ক

সেই গাড়িচালক মালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক আবদুল মালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অস্ত্র ও জাল টাকার দুই মামলায় আগামীকাল সোমবার এই জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। 

সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জ জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ করবেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।

গত বছরের ২২ ডিসেম্বর মালেকের স্ত্রী নারগিস বেগমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করে দুদক। 

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর মালেক ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের জন্য দুদক থেকে নোটিশ দেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে মালেকের ঢাকায় সাতটি প্লটে চারটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক।

একই বছরের ২০ সেপ্টেম্বর র‌্যাব-১-এর একটি দল তুরাগ থানার কামারপাড়ার বামনেরটেক এলাকার বাসা থেকে মালেককে গ্রেফতার করে। তখন তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করে র‌্যাব।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর