১৮ জানুয়ারি, ২০২১ ১৬:৩৪

ঘন কুয়াশায় নারায়ণগঞ্জে লঞ্চের শিডিউলে বিপর্যয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশায় নারায়ণগঞ্জে লঞ্চের শিডিউলে বিপর্যয়

ঘন কুয়াশার কারণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে সাতটি রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের শিডিউলে বিপর্যয় ঘটেছে। ঘন কুয়াশার কারণে  আজ সোমবার পৌনে ৩ ঘণ্টা পরে লঞ্চ চলাচল শুরু হয়। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যাও ছিল কম।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ৭টি রুটে ৭০টির ন্যায় লঞ্চ চলাচল করে থাকে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬-৭ টা পর্যন্ত ২০ মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায়। এই রুটে ২৫টি লঞ্চ চলাচল করে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রুটে ১৫টি, মতলব-মাছুয়াখালী রুটে ১৯টি, হোমনা-রামচন্দ্রপুর ১টি, ওয়াবদা, সুরেশ্বর-নরিয়া (শরিয়তপুর) কয়েকটি লঞ্চ চলাচল করে থাকে। তবে এসকল রুটের মধ্যে সন্ধ্যার পরে ২টি রুটে লঞ্চ চলাচল করে থাকে। 

এদিকে ঘন কুয়াশার কারণে সোমবার সকাল সাড়ে ৫টার স্থলে সোয়া ৮টার সময় লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য জানান, প্রতিদিন সকাল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হলেও সোমবার ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৫টার স্থলে সোয়া ৮টার সময় লঞ্চ চলাচল শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে সকল লঞ্চের চালক ও কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে লঞ্চ চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর