ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে আমরণ অনশন করছেন।
আজ রবিবার সকাল ১১টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশন অব্যাহত রয়েছে।
ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, অনশন কর্মসূচীতে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান অসুস্থ হয়ে পড়েছেন। অথচ কোনো শিক্ষক আমাদের খোঁজ নিতে আসেননি।
বিডি প্রতিদিন/আরাফাত