বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার সারা দেশে নির্বাচন দিয়েছে। চট্টগ্রামে একদিন পর নির্বাচন। কিন্তু ধরপাকড় শুরু করেছে। মারধর শুরু হয়ে গেছে। বিএনপির কোনো নেতাকর্মী চট্টগ্রামের মাটিতে থাকতে পারছে না। নাটোরে সরকারের একজন মন্ত্রী অবস্থান করছেন। যারা বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন, তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এসব নির্বাচন দেওয়ার কোনো মানে নেই।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
সোমবার বিকালে রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করাসহ নানা আয়োজনে সুশৃঙ্খলভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে এই সমন্বয় সভা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন