রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল স্বর্ণালঙ্কার, আইফোন ও ল্যাপটপসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ব্যক্তির নাম আশিকুল ইসলাম (৩২)।
আজ বুধবার বিমানবন্দরের ৩২ নম্বর আগমনী টার্মিনালের আউট গেটের পার্কিংয়ের পশ্চিম পাশে থেকে তাকে আটক করা হয়। তার থেকে উদ্ধার হওয়া স্বর্ণ ও জিনিসপত্রের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশিকুল চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন থেকে তিনি চোরাচালানে জড়িত।
বিডি-প্রতিদিন/শফিক