রাজধানীর মিরপুরের ১১ নম্বরে মাদ্রাসা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ বুধবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ক্যাম্পে অন্তত হাজারখানেক ঘর ও দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়-ক্ষতি কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার দিকে আগুন লাগার খবরে ওই ক্যাম্পে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত