গাজীপুরে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ডাকাতিকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে অটোচালক মিলন (২৮) গুরুতর আহত হয়। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পারোলী টোলা গ্রামের ছোররাব আলীর ছেলে। সে শহরের বিলাসপুর এলাকায় বসবাস করতো।
গ্রেফতারকৃতরা হলেন- আলী হোসেন (২৫), আক্তার হোসেন (২৪), ইমন (২২), আকরাম মিয়া (২৫), সুজন (২৬)। তাদের বাড়ি গাজীপুর শহরের বিভিন্ন স্থানে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর শহরের শিবাবাড়ি মোড় থেকে যাত্রী পরিচয়ে ডাকাতীর উদ্দেশ্যে ৫ ডাকাত শহরের বাঙ্গালগাছ যাওয়ার কথা বলে অটো চালক মিলনের ব্যাটারিচালিত অটোতে উঠে। অটোটি নিয়ে বাঙ্গালগাছ ব্রিজে উপর পৌঁছলে অটোচালক চালক মিলনের শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে তাকে ফেলে দিয়ে ডাকাতরা অটো নিয়ে চলে যায়। খবর পেয়ে টহল পুলিশ তাৎক্ষনিকভাবে তাদের ধাওয়া দিয়ে ৫ ডাকাতকে আটক ও তাদের দখল থেকে ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করে। এছাড়া আসামী আলী হোসেনের দখল থেকে ছিনতাইকাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়।
এদিকে ডাকাতদের ধারালে অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় অটোচালক মিলনকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চালক মিলনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ