কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় তিনটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চলা অভিযানে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে পাহাড় থেকে মাটি পাচারের সময় তিনটি মিনি ট্রাক জব্দ করা হয়।
আজ শনিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ আশিক আহমেদ।
তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে কৌশলে টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় পাহাড় কেটে ডাম্পারের মাধ্যমে পাহাড়ের মাটি বিক্রি করে আসছে। ডাম্পারের মাধ্যমে মাটি এনে ভরাট করা হয় নিচু এলাকা। বনবিভাগের নিয়মিত অভিযানে পাহাড়ের মাটিভর্তি তিনটি ডাম্পার জব্দ করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে মাটি কাটা, মাটি পাচার এবং ডাম্পারের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, পাহাড় কাটার বিষয়ে আমরা সবসময় সজাগ আছি এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাহাড়ের মাটিভর্তি তিনটি ডাম্পার জব্দ করা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর