ডিভোর্স না হওয়া অন্যের স্ত্রীকে বিয়ে করায় ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তবে মামলায় তামিমার মাকে (শাশুড়ি) আসামি করার কথা থাকলেও কেন তা করেননি সে বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন রাকিব হাসান।
তামিমার সাবেক এই স্বামী বলেন, নাসির ও তামিমার বিরুদ্ধে আমি প্রতিকার চেয়ে মামলা করেছি। মামলায় তামিমার মাকেও আসামি করতাম। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে আসামি করিনি। হাজার হলেও আমি তাকে মা বলে ডেকেছি।
জানা গেছে, আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এর আগে, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত আদেশ পরে দিবেন বলে জানান।
উল্লেখ্য, সম্প্রতি তামিমা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে বিতর্ক শুরু হয়। গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গাঁটছড়া বাঁধেন নাসির-তামিমা। তবে অভিযোগ ওঠে, নাসিরের স্ত্রী তামিমা তাম্মির এর আগে বিয়ে হয়েছিল। সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। তামিমার সেই সংসারে ৮ বছরের একটি মেয়েও আছে।
বিডি-প্রতিদিন/শফিক