বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকায় আলোচিত সৈয়দ হুমাউন কবির হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিদের জামিন বাতিল এবং সাক্ষীদের নিরাপত্তা প্রদান করা সহ দ্রুত মামলার নিষ্পত্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবারের উদ্যোগে আজ রবিবার বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী (নিহতের ভাই) সৈয়দ তরিকুল ইসলাম ও কায়কোবাদ, বোন শাহনাজ বেগম ও আকতারুন্নেসা, মামলার সাক্ষী জাফর তালুকদার, খলিল হাওলাদার ও বানারীপাড়া শাখা জাসদের সাধারণ সম্পাদক মো. আনিস প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালের ১৯ জুলাই হুমাউন কবিরকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। সাক্ষীদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।
তাই তারা সৈয়দ হুমাউন কবির হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিদের জামিন বাতিল করে সাক্ষীদের নিরাপত্তা প্রদান করা সহ দ্রুত মামলার নিষ্পত্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর