শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
দুই মেয়েসহ ৫ স্বজনকে হারিয়ে বাকরুদ্ধ বৃদ্ধ করিম সরকার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

দুই মেয়ে, এক জামাতা আর দুই নাতি-নাতনিকে একসঙ্গে হারালেন রংপুরের পীরগঞ্জের বড়রাজারামপুর গ্রামের বাসিন্দা আবদুল করিম সরকার। প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধ করিম সরকার এখন শোকে কাতর।
শুক্রবার রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে ১৭ জন নিহত হয়েছেন তাদের মধ্যে করিম সরকারের পরিবারের পাঁচজন আছেন। তারা হলেন, বড় মেয়ে কামরুন্নাহার (৩৭), ছোট মেয়ে শামসুন্নাহার (২৫), তার স্বামী মো. সালাহউদ্দিন (৩৬), তাদের ছেলে সাজিদ (৮) ও মেয়ে সাফা (২)।
নিহত সালাহউদ্দিন পরিবার নিয়ে পীরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি গ্রামে বাস করতেন।
শুক্রবার দুপুরে রাজশাহীতে এই দুর্ঘটনায় মোট ১৭ জন নিহত হন। নিহতরা সবাই পীরগঞ্জের বাসিন্দা। একটি মাইক্রোবাসে চালকসহ মোট ১৮ জন রাজশাহীতে পিকনিকে গিয়েছিলেন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকায় একটি বেসরকারি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এরপর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। পরে মাইক্রোবাসের আগুন গিয়ে পড়ে পাশেই দাঁড়িয়ে থাকা আরেকটি লেগুনায়।
দুর্ঘটনার পর মাইক্রোবাসের ভেতর থেকে সাতজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে ছয়জনকেই মৃত ঘোষণা করা হয়। পরে মাইক্রোবাসের ভেতর থেকে পুড়ে যাওয়া আরও ১১টি মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার সকালে রামেক হাসপাতালে নিহতদের মরদেহ নিতে যান স্বজনেরা।
মেয়ে, জামাতা ও নাতি-নাতনিদের মরদেহ নিতে রামেকে যান বৃদ্ধ আবদুল করিম সরকার। শোকে কাতর করিম সরকার হাসপাতালে চুপচাপ বসে আছেন। দুর্ঘটনার পর নিহতদের ছবি তোলা হয়েছে মুঠোফোনে। সেসব ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেগুলো সংগ্রহ করে রাখছেন স্বজনেরা। করিম সরকার বার বার সেসব ছবি তাকে দেখানোর জন্য বলছেন। ছবি দেখছেন।
করিম সরকার বলেন, এত শোক সইব কী করে! জীবনেও কখনও এত শোক পাইনি। এভাবে কী সবাই একসঙ্গে চলে যায়! আমার আদরের মেয়েরা নাই। আমার নাতি-নাতনিরা নাই। এটা কী হয়!
রাজশাহীর কাটাখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান জানান, আগের দিন সবার নাম-ঠিকানা ঠিকমতো পাওয়া যায়নি। স্বজনেরা মরদেহ নিতে আসায় ঠিকঠাক করে নামগুলো লেখা হচ্ছে। মরদেহগুলো এখনও হাসপাতালের মর্গে আছে। সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর