জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা নর্থের প্রকল্প ট্রিপল এইচ ‘হেডিং ফর গুড হেলথ ও ফুড হাইজিন’ এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বুস্টিং ইউর ইমিউনিটি : ফুড সেফটি, হাইজিন ও নিউট্রিশন’ শীর্ষক ওয়েবিনার আলোচনা সভা।
সেমিনারে করোনা পরিস্থিতি, পবিত্র রমজান এবং তীব্র গরমে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও পুষ্টির তালিকা নিয়ে আলোচনা হয়। নুসরাত ইসলামের পরিচালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ ডা. অনুপম সেন, বাংলাদেশ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের সিনিয়র সেফ মোহাম্মদ আলী প্রমুখ।
এর আগে সংগঠনের পরিচিতি তুলে ধরেন চ্যাপ্টার প্রেসিডেন্ট ফাতিমা আক্তার নাজ। ট্রিপল এইচ প্রকল্পটি বাস্তবায়নে ছিলেন চেয়ার অর্গানাইজিং কমিটি ও ট্রেজারার এম. সাফাক হোসেন।
সেমিনারে জেসিআই ঢাকা নর্থ বোর্ডের সদস্যসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পেশাজীবী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। সেমিনারের মিডিয়া পার্টনার হিসাবে ছিলো নিউজ টোয়েন্টিফোর, সিটি এফএম ৯৬ এবং চ্যানেল টোয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/হিমেল