খুলনার ডুমুরিয়ায় করোনায় কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গুটুদিয়া বাজার ও উলাবাজারসহ বিভিন্ন স্থানে জেলে, শ্রমিক, নরসুন্দর, কর্মকার ও অন্যান্য ক্ষতিগ্রস্ত চারশতজনের মধ্যে চাল, ডাল, মুরগির মাংস, তেল, আলু ও সবজি বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক গুটুদিয়া ইউনিয়নের মাঠে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর