১৮ মে, ২০২১ ১৮:০৫

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধন

প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজদের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, সাংবাদিক নেতা গৌরাঙ্গ নন্দি, মোস্তফা সরোয়ার, কৌশিক দে বাপ্পি, মোস্তফা জামাল পপলু, দিদারুল আলম, শেখ আল এহসান, মাহাবুবুর রহমান মুন্না, হাসান হিমালয়, মাকসুদুর রহমান, বিমল সাহা, উত্তম মন্ডল, রকিবুল ইসলাম মতি, আহমদ মুসা রঞ্জু, আমিনুল ইসলাম, মোহাম্মদ মিলন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর