ময়মনসিংহে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ২০২০-২১ শিক্ষাবর্ষের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষকরা। শনিবার দুপুর একটা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে নগরীর পিটিআই কার্যালয়ে।
এসময় বক্তারা বলেন, করোনা মহামারিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ডিভাইস ও ইন্টারনেট ক্রয়ে বাড়তি টাকা খরচ হলেও তাদের প্রাপ্য ১২ মাসের শিক্ষা ভাতা বকেয়া রয়েছে। দ্রুত ভাতা পরিশোধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
পরে পিটিআই সুপারিনটেনডেন্ট রকিবুল ইসলামের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন ভাতা বঞ্চিত শিক্ষকরা।
বিডি প্রতিদিন/হিমেল