১৯ জুন, ২০২১ ২১:৩৩

ভরিতে ১৫১৬ টাকা কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

ভরিতে ১৫১৬ টাকা কমল স্বর্ণের দাম

প্রতীকী ছবি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়। 
 
এতে বলা হয়েছে, আগামীকাল রবিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।
 
এর আগে, বাজুসের সভাপতি এনামুল হক খান গণমাধ্যমকে স্বর্ণের দাম কমবে বলে ইঙ্গিত দেন। তিনি বলেছিলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হবে। যদিও গত ১০ মে ও ২৩ মে দুই দফায় স্বর্ণের দাম ৪৩৭৪ টাকা বেড়ে যায়
 
বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর