আজ শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। বিনম্র শ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ।
আজ রবিবার সকাল ৮টায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। এসময় সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ ঢাকা মহানগর দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। দিনব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল এবং অস্বচ্ছল, এতিম, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।