দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান। বিসিএস দশম ব্যাচের এই কর্মকর্তা গত ৫ নভেম্বর অতিরিক্ত সচিব থেকে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে পিআরএলে (অবসরোত্তর ছুটি) যান। এরপর রবিবার তাকে দুই বছরের জন্য যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তাকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ৬ নভেম্বর বা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।
শেরপুর জেলায় জন্মগ্রহণকারী এই কর্মকর্তা ২০০৬ সাল থেকে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ে (বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব পালন করেন। এরপর তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হিসাবে দায়িত্ব পালন শেষে চলতি বছরের জানুয়ারিতে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক হিসাবে যোগ দেন।
বিডি প্রতিদিন/এএ