নেতাকর্মীদের মনোবল চাঙ্গা ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মহানগরের বিভিন্ন স্থানে কর্মী সভা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজধানীর মুগদার ৬নং ওয়ার্ডে কর্মী সভা করেছে দলটি।
আজ সোমবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিও জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। প্রধান বক্তা ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ অঙ্গ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত