বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেেছেন, ‘জাতি আজ বন্দিশালায় বন্দী। দেশবাসী দুঃসময় অতিক্রম করছে। উত্তরণের একমাত্র উপায় রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর উত্তর কৃষকদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।