বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন হাইব্রিড শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। এটা আমাদের কথা নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা রয়েছেন তারাই বলছেন। আর আমরা দেশের মানুষ বলছি এটি একটি স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী সরকার।’
বুধবার বিকালে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আজকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তে পরিণত হয়েছে, আর নিম্নমধ্যবিত্ত দরিদ্রে পরিণত হয়েছে। দেশে এখন দরিদ্রের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ধনী এবং গরীবের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে পৃথিবীর মধ্যে এমন হিসেব বাংলাদেশেই সর্বোচ্চ।
এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারেনা জানিয়ে ড. খন্দকার মোশাররফ আরও বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা কোন নির্বাচনই হতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচন পেতে চাইলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আর গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনসহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর