রংপুর নগরীতে অভিযান চালিয়ে জালটাকা প্রস্তুতকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। নগরীর কুটিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে র্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া ) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শামীম আহম্মেদ ওরফে শ্যাম চোধুরীকে (৩২) ১৮ হাজার জাল টাকাসহ গ্রেফতার করে। এসময় প্রিন্টার, ল্যাপটপ, হেয়ার স্ট্রেটনারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবৎ সে রংপুর এবং পাশের জেলাগুলোতে জাল টাকা তৈরি করে ব্যবসা করে আসছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাবের কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা