ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন দেওয়া হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতয়ালী) সাখাওয়াত হোসেন সেন্টুকে ট্রাফিক-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মান্না দেকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও রতন কান্তি রায়কে অ্যাস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ