রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের টাউন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আসিব আহসান। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ।
এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুই জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।
বিডি প্রতিদিন/এমআই