নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে মসিক।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে মসিক আয়োজিত পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুসি আক্তারী মহল এবং পরিচালক নাছিমা আক্তার মিলা।
মেলা আগামী ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনকালে উইমেন্স চেম্বার সভাপতি লুসি আক্তারী মহল বলেন, নারীরা সকল বাধা পেরিয়ে এগিয়ে চলেছে। নারীদের বিচরণ এখন সকল ক্ষেত্রে। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও আজ অগ্রযাত্রার অগ্রপথিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী নেতৃত্বের কারণে এসব সম্ভব হয়েছে।
অন্যদিকে, উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক নাছিমা আক্তার মিলা বলেন, নারী পুরুষ একত্রিতভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা দূর হচ্ছে। তবে নারী অধিকার নিশ্চিতে পুরুষদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী। এতে মসিকের নারী কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-৩ সামীমা আক্তারসহ অন্যান্য কাউন্সিলর, সচিব রাজীব কুমার সরকার এবং অন্যান্য কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন