বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কর্মচারী কল্যাণ সমিতির (বারিকা) সাধারণ নির্বাচনে বারি’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো. মাহবুবুর রহমান সভাপতি এবং অর্থ ও হিসাব শাখার অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বারি’র কর্মচারী ক্লাবে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সারা দিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পর রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. মানোয়ার হোসেন শিকদার বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বারিকা’র অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, অডিটর মো. সেকেন্দার সরকার, দপ্তর সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আসাদুর রহমান রুবেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, মহিলা সম্পাদক সুরাইয়া খানম।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার, মো. হারুন অর রশিদ, মো. মামুনুর রশীদ, নাজিম হোসেন ভুঁঞা, মোহাম্মদ মাইন উদ্দিন, আবদুস ছাত্তার, মো. সিরাজ দৌলা, মো. নজরুল ইসলাম, মো. হুমায়ূন কবীর।
বিডি প্রতিদিন/আবু জাফর