জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনায় অপরাজিতা যুব কল্যাণ সংস্থার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে খুলনা শিল্পকলা একাডেমীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক হাসনা হেনা।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহার সভাপতিত্বে ও অপরাজিতা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার মণ্ডলের সঞ্চালনায় বক্তৃতা দেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, সাংবাদিক মাকসুদুর রহমান, উত্তম কুমার মন্ডল, প্রবীর বিশ্বাস, মো. মিলন, আজিজুর রহমান।
বক্তারা বলেন, জনস্থানে নারী ও কণ্যা শিশুদের ওপর যৌন হয়রানি বন্ধে বিদ্যমান আইন ও নীতিমালা যথেষ্ট নয়। এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক প্লাটফর্ম তৈরিসহ জনস্থানসমূহ নারীদের জন্য আরও নিরাপদ স্বস্তিকর করতে সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’র তরুণদের প্লাটফর্ম ইয়াং বাংলা, ইউএনডিপি’র মানবাধিকার কর্মসূচি (এইচআরসি) এবং জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় জনস্থানে নারীর নিরাপত্তা শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ