রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়েছে ৯ শ্রমিক। এদের মধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের শঙ্কা, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার বিকালে এই ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। দেয়ালের নিচে এখনও কতজন চাপা পড়ে আছে বা আদৌ কেউ আছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/আরাফাত