কয়েক দিন ধরেই চলছে রাজধানীর সড়কে তীব্র যানজট। নগর জীবন যেন স্থবির হয়ে পড়েছে সড়কে। ঘণ্টার পর ঘণ্টা কাটছে রাস্তায়। একদিকে যানজট অন্যদিকে মাথার ওপর চৈত্রের উত্তপ্ত সূর্য। এতেই নাকাল নগরবাসী। আর অসহনীয় এ পরিস্থিতি থেকে মুক্তি চান নগরবাসী।
অফিসগামী কিংবা জরুরি কাজে যারা বাহিরে বেরিয়েছেন তারমধ্যে আবার অনেকেই হেঁটে পার হচ্ছেন দীর্ঘপথ। গত কয়েকদিনের তীব্র যানজটে যাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য।
সকাল থেকেই রাজধানীর রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, ১০ মিনিটের রাস্তা পেরুতেই কেটে যাচ্ছে কয়েক ঘণ্টা। কাজে বের হয়ে শারীরিকভাবে গরম ও যানজটে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
বিআরটিএর তথ্য বলছে, এ পর্যন্ত ঢাকা মেট্রো এলাকায় ৩৭ হাজার ৫৯৩টি বাসের নিবন্ধন হয়েছে। গত বছর ঢাকায় বাস নামে ১ হাজার ২১৩টি।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে নৈরাজ্য বন্ধ করে সুষ্ঠুভাবে বাস চালাতে পারলে এবং রাস্তায় মানসম্পন্ন বাস নামালে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি যানজট পরিস্থিতিরও যথেষ্ট উন্নতি হবে।
গরমের তীব্রতা প্রকৃতির হাতে তা কমানোর উপায় নেই। কিন্তু, যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি নগরবাসীর।
বিডি প্রতিদিন/আরাফাত