দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বাম দলের হরতালে হামলার অভিযোগ করছে নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে একটু সামনে হামলার ঘটনা ঘটে।
মিরপুর অঞ্চলের বাম দল নেত্রী শামসুন্নাহার বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের মিছিলের মধ্য দিয়ে যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় আমাদের নেতা-কর্মী যুবলীগ নেতাকর্মীদের বাধা দিলে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। মিছিল শেষে ফেরার পথেই হামলা করে যুবলীগের নেতাকর্মীরা। এতে আমাদের তিন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একটি ছেলের কাপড় ছিঁড়ে ফেলেছে যুবলীগের নেতাকর্মীরা।
তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপি করলেই কি নেতাকর্মীদের মারমুখী হতে হবে? এটা কাম্য নয়। আমরা জনগণের ন্যায্য দাবি চাই, এজন্যই পথে নেমেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কাফরুল থানার এসআই বলেন, কি ঘটনা ঘটেছে বলতে পারিনা। আমি অন্য জায়গায় ডিউটিতে ছিলাম। মাত্র ঘটনাস্থলে আসলাম।
বিডি প্রতিদিন/আরাফাত