১৮ মে, ২০২২ ১৫:৩০

বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসনে স্মারকলিপি দেয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশের আয়োজন করে জেলা গণসংহতি আন্দোলন।

সংগঠনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম খান, জেলার সদস্য ইয়াসমিন সুলতানা, মো. সোহাগ ও শ্রমজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু ভূঁইয়া।

আরও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ দেওয়ান, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি হাসিবুল ইসলাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামান কবির। সমাবেশ শেষ তারা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসনে গিয়ে একটি স্মারকলিপি দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর