যশোর শহরের খালধার রোড এলাকায় আজ মঙ্গলবার ভোরে প্রতিপক্ষরা অপু মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত অপু মিয়া খালধার রোড এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, অপু মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, অপু মিয়া ভোর সাড়ে ৬টার দিকে রিক্সাযোগে বাড়ি থেকে শহরের বড় বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা হন স্বজনরা।
যশোর পুলিশের মুখপত্র জেলা ডিবি পুলিশের ওসি রূপন কুমার জানান, ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে অপু মিয়ার অবস্থার অবণতি হলে তাকে ফরিদপুরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
ওসি জানান, নিহত অপু মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে ৭টি মামলা রয়েছে। অপু মিয়া স্থানীয়ভাবে সন্ত্রাসী ও ‘চাকু মারা দলের’ সদস্য হিসেবে পরিচিত। হত্যার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ