৫ জুলাই, ২০২২ ১৪:৪৬

রসিকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রসিকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা

এবার ঈদুল আযহায় সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১১৭টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। 

মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু। 

প্যানেল মেয়র বলেন, যত দ্রুত সম্ভব ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য ১ হাজার ৪২ জন পরিচ্ছন্ন কর্মী, ১২৫টি ট্রলি ও রিকশাভ্যান এবং ৩০টি ট্রাক কাজ করবে। কোরবানির নির্দিষ্ট স্থান পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মী ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহার নামাজ আদায় করতে বলা হয়েছে। ঈদের আগে শুক্রবার প্রতিটি মসজিদের ইমামকে জুম্মার নামাজের খুতবার আগে এ বিষয়ে সচেতন করার জন্য পত্র দেয়া হয়েছে। এছাড়া পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের ৫টি হট লাইন খোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সামসুল হক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী  রুহুল আমি মিয়া, সচিব উম্মে ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা প্রমুখ। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর