১৩ আগস্ট, ২০২২ ১৮:৫৪

ইজিবাইক শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইজিবাইক শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

বরিশাল-ঢাকা মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে বাস শ্রমিকদের হাতে দুই ইজিবাইক শ্রমিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইজিবাইক শ্রমিকরা। প্রায় ১ ঘণ্টার অবরোধে কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়কের কর্নকাঠী এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় ছাত্রনেতাদের অনুরোধ এবং পুলিশের আশ্বাসে বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় ইজিবাইক শ্রমিকরা। 

সংশ্লিষ্টারা জানান, শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের হিরন পয়েন্টে বাস মালিক সমিতির অবৈধ চেকারদের হাতে দুই ইজিবাইক শ্রমিক লাঞ্ছিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সার কয়েকশ’ শ্রমিক ওই এলাকায় জড়ো হয়ে বেলা ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রী এবং বিশ্ববিদ্যালয়ে ‘গুচ্ছ’ পদ্ধতিতে ‘খ’ ইউনিটে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরে ছাত্রনেতাদের অনুরোধ এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন ইজিবাইক শ্রমিকদের নেতা জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। 

অবরোধকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত ছিলো বিএমপি’র বন্দর থানা পুলিশ।
                                       
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর