১৭ আগস্ট, ২০২২ ১৮:২৪

রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে চিরঞ্জীব শেখ মুজিব অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে চিরঞ্জীব শেখ মুজিব অনুষ্ঠান

রংপুরে কবি-লেখকদের শিক্ষা প্রতিষ্ঠানে চিরঞ্জীব শেখ মুজিব অনুষ্ঠান

শোকের মাস উপলক্ষে সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখা ও লিটিলম্যাগ শতরঞ্জি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কবি-লেখকদের শেকড়সন্ধানী অনুষ্ঠান ‘চিরঞ্জীব শেখ মুজিব’।

বুধবার সকালে রংপুর মহানগরীর দামোদরপুরের জোবেদা আজিজন বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১৫ আগস্টের শোক, বঙ্গবন্ধুর জীবনকর্ম, আদর্শ ও মুক্তি-সংগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন কবি-লেখকরা।

অনুষ্ঠানে লেখক ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, ইতিহাস লেখক রেজাউল করিম মুকুল, কবি ড. শাহ সুলতান তালুকদার, কবি শাহিদা মিলকী ও কবি হাসনাইন রাব্বি বক্তব্য রাখেন। অনুষ্ঠান মূল পরিকল্পনা ও সঞ্চালন করেন ফিরেদেখা ও শতরঞ্জি সম্পাদক সাকিল মাসুদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামাণিক।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর