নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহমত উল্লাহ নাওশাদ (৩৮) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে পুলিশের পোশাক পরে উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের কাছে চাঁদা চাইতে গিয়ে গ্রেফতার হন তিনি।
মেয়র জানান, দুপুরে সাব ইন্সপেক্টরের পোশাক পরা ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন। এ সময় নিজেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এসআই পরিচয় দিয়ে একান্তে কথা বলার ইচ্ছা পোষণ করেন তিনি। একপর্যায়ে পৌর এলাকার আইনশৃঙ্খলা অবনতি হয়েছে দাবি করে মেয়রকে দায়ী করেন তিনি। এসব ব্যাপারটি ধামাচাপা রাখার জন্য টাকা দাবি করেন তিনি।
তাকে সন্দেহভাজন মনে হলে মেয়র থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। নাওশাদ ঝালকাঠির নলছিটি উপজেলার খেজুরিয়া এলাকার কবির হাওলাদারের ছেলে। এর আগেও পুলিশ পরিচয়ে প্রতারণার কারণে রাজধানীর মতিঝিল এবং মাদারীপুর এলাকায় গ্রেফতার হন তিনি।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক আরেকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        