মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল নেতা শাওনের জানাজা বাদ জুমা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন।
গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। এ ঘটনায় গুরুতর আহত শাওনসহ কয়েকজনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাওনের।
শাওন মুন্সীগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুই বছর আগে তিনি বিয়ে করেন। তার এক বছরের একটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন