২ অক্টোবর, ২০২২ ১৯:৪১

আল্টিমেটাম দিয়ে ১৩০ দিন পর কর্মসূচি স্থগিত করলো মৎসের সেই ৫১২ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

আল্টিমেটাম দিয়ে ১৩০ দিন পর কর্মসূচি স্থগিত করলো মৎসের সেই ৫১২ কর্মচারী

রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩০ দিন পর কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী। দাবি আদায়ে এক মাসের সময় বেধে দিয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

কর্মসূচি স্থগিত ঘোষণা করে আজ সংগঠনের নেতারা বলেন, গত ২৬ মে থেকে রাজস্ব খাতভুক্ত হওয়ার দাবি নিয়ে অনশন অবস্থান শুরু করি। সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে কর্মচারীদের এই প্রকল্প তৃতীয় পর্যায় করে তাদের দপ্তরে ফিরিয়ে নেয়ার পদক্ষেপ গ্রহণ করছে। 

তারা বলেন, তাদের মূল দাবি পূরণ না করা পর্যন্ত সিদ্ধান্তে অনড় থাকবেন। তারপর ও দপ্তরে যুক্ত করানোর পদক্ষেপের কারনে অক্টোবরের মধ্যে দপ্তরে যুক্ত করে পরবর্তীতে রাজস্ব খাতভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে কর্মচারিরা আবারও একমাস পরে এর চেয়ে ও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তব্য সাইদুর রহমান, জসিম উদ্দিন, রকিবুজ্জামান, সুমন হোসেন, সুমন সরকার, মোনোয়ারা প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর